অফিস প্রধানের পদবীঃ জেলা খাদ্য নিয়ন্ত্রক
অফিসের সাধারণ পরিচিতিঃ গণপ্রতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য বিভাগ খাদ্যশস্য ক্রয়, মজুদ, সংরক্ষণ ও বিলি-বিতরণে জন্মলগ্ন থেকেই দেশ ও মানুষের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সেলক্ষ্যে সরকার বাংলাদেশ সচিবালয়ের পশ্চিম পার্শ্বে ১৬নং আব্দুল গণি রোডসংলগ্ন উসমানি স্মৃতি মিলনায়তন-এর রাস্তার উত্তর পার্শ্বে খাদ্য ভবন তৈরীকরেছেন। যেখান থেকে খাদ্য বিভাগীয় সকল কর্মপরিকল্পনা বাস্তবায়নেরআদেশ-নির্দেশনা জারী হয়ে থাকে। দেশের ৬৪টি জেলা শহরে এর জেলা পর্যায়ের অফিসভবন অবস্থিত।
অফিসের অবস্থানঃমোক্তারপাড়াস্থ সরকারী আঞ্জুমান আদর্শ উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বেঅবস্থিত দ্বি-তল বিশিষ্ট ‘খাদ্য ভবন’-ই জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস