খাদ্য অধিদপ্তরের সহযোগীতায় জেলা খাদ্য নিয়ন্ত্রক, নেত্রকোণার উদ্যোগের ফলে উল্লিখিত সময়ে বাজারে খাদ্যশস্যের সরবরাহ এবং বাজার মূল্য স্থীতিশীল ছিল। বিগত ৩ বছরে অভ্যন্তরীণ উৎস হতে মোট ১.৬৯ লাখ মে.টন চাল সংগ্রহ করা হয়েছে। এছাড়া প্রায় ০.৭৫ লাখ মে.টন খাদ্যশস্য (চাল ও গম) সামাজিক উন্নয়নমূলক খাতসহ বিভিন্ন খাতে বিতরণ করা হয়েছে। কৃষকদের অধিক হারে প্রণোদনা প্রদানের লক্ষ্যে গত ৩ বছরে ০.৩৮ লাখ মে.টন ধান সরাসরি কৃষকের নিকট হতে ক্রয় করে কৃষকের ব্যাংক একাউন্টে ধানের মূল্য পরিশোধ করা হয়েছে। হতদরিদ্র জনসাধারণকে স্বল্পমূল্যে খাদ্য সহায়তা দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক খাদ্য বান্ধব কর্মসূচি গৃহীত হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে বিভাগে প্রায় ৬৪১১০ পরিবারকে বছরের ৫ মাস প্রতি কেজি চাল মাত্র ১০/১৫ টাকা দরে মাসে ৩০ কেজি করে চাল সরবাহ করা হয়েছে। বর্তমান সরকারি খাদ্য গুদামের ধারণক্ষমতা ২০ হাজার মে.টনে উন্নীত করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস