Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, নেত্রকোণা এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম


কী সেবা কীভাবে পাবেন

ক্রঃনং

বিভাগ/দপ্তর

সেবা সমূহ/সেবার নাম

সেবা প্রদানের পদ্ধতি

/উদ্দেশ্য

প্রয়োজনীয় সময়

প্রয়োজনীয় ফি/ বিনিময়

সংশ্লিষ্ট আইন কানুন/

বিধি বিধান

০১

জেলা খাদ্য

নিয়ন্ত্রকের

দপ্তর।

খাদ্যশস্য ক্রয় সংক্রান্ত কার্যক্রম

চাল ক্রয়

শুধুমাত্র বৈধ লাইসেন্সধারী চালকল মালিকগণ-ই সরকারের সাথে চুক্তিবদ্ধ হয়ে সরকারী বিনির্দেশ মানের চাল সরকারী খাদ্য গুদামে বিক্রয় করেন।

সরকার নির্ধারিত অভ্যন্তরীণ ক্রয়কালীন সময় পর্যন্ত।

 সিদ্ধ চাল ৪৭/-কেজি দরে বরাদ্দকৃত সমূদয় চালের ২% হারে এবং প্রতিটি ৫৫/-টাকা হারে (৩০কেজি ধারণক্ষম) প্রয়োজনীয় সংখ্যক বস্তার জামানত প্রদান।

অভ্যন্তরীণ সংগ্রহ নীতিমালা/২০১৭ অনুযায়ী




ধান ক্রয়

প্রকৃত কৃষকগণ ‘আগে আসলে আগে বিক্রয় করতে পারবেন’ ভিত্তিতে সরকারী বিনির্দেশ মানের ধান সরকারী খাদ্য গুদামে বিক্রয় করেন।

সরকার নির্ধারিত অভ্যন্তরীণ ক্রয়কালীন সময় পর্যন্ত।

সরকার নির্ধারিত প্রতি কেজি ধানের মূল্য ৩৩ টাকা হিসেবে।

অভ্যন্তরীণ সংগ্রহ নীতিমালা/ ২০১৭  অনুযায়ী




গম ক্রয়

প্রকৃত কৃষকগণ ‘আগে আসলে আগে বিক্রয় করতে পারবেন’ ভিত্তিতে সরকারী বিনির্দেশ মানের গম সরকারী খাদ্য গুদামে বিক্রয় করেন।

সরকার নির্ধারিত অভ্যন্তরীণ ক্রয়কালীন সময় পর্যন্ত

সরকার নির্ধারিত প্রতি কেজি গমের মূল্য ৩৫/-টাকা হিসেবে।

অভ্যন্তরীণ সংগ্রহ নীতিমালা/ ২০১৭  অনুযায়ী

০২

জেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর।

লাইসেন্স সংক্রান্ত কার্যক্রম

রাইস মিল/ফুড গ্রেইন লাইসেন্স প্রদান

মিল মালিক/খাদ্যশস্য ব্যবসায়ীগণ নির্ধারিত ফরমে

আবেদনের প্রেক্ষিতে।

বৎসরের যে কোন সময়

ট্রেজারী চালানের মাধ্যমে সরকার নির্ধরিত হারে লাইসেন্স ফি জমা প্রদান স্বাপেক্ষে।

মিল/ব্যবসা প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শনপূর্বক প্রচলিত বিধিবিধান পালন স্বাপেক্ষে লাইসেন্স প্রদান




ওএমএস/ ফেয়ার প্রাইস ডিলারদের লাইসেন্স প্রদান

নির্বাচিত ওএমএস/ ফেয়ারপ্রাইস ডিলারদেরকেই ওএমএস/ফেয়ারপ্রাইস লাইসেন্স প্রদান করা হয়।

সরকারী নিয়োগ আদেশের প্রেক্ষিতে।

ট্রেজারী চালানের মাধ্যমে সরকার নির্ধরিত হারে লাইসেন্স ফি জমা প্রদান স্বাপেক্ষে।

সংশ্লিষ্ট ডিলারের ব্যবসা প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শনপূর্বক প্রচলিত বিধিবিধান পালন স্বাপেক্ষে লাইসেন্স প্রদান

০৩

জেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর।

অভ্যন্তরীণ ঠিকাদার নিয়োগ


দরপত্রে অংশ গ্রহনের মাধ্যমে সড়ক/নৌ/শ্রমিক ও হ্যান্ডলিং ঠিকাদার নিয়োগ।

নির্ধারিত সময়ের জন্য সরকারী নিয়োগ আদেশের প্রেক্ষিতে।

দরপত্রে অংশ গ্রহনের নিমিত্তে সরকার নির্ধারিত সিডিউল পূরণপূর্বক দরপত্রে অংশ গ্রহন স্বাপেক্ষে।

সরকারী আদেশ/ নির্দেশনার প্রেক্ষিতে জেলার অভ্যন্তরে বিভিন্ন খাদ্য গুদামে খাদ্যশস্য চলাচলের জন্য ২(দুই) বৎসর মেয়াদী অভ্যন্তরীণ ঠিকাদার নিয়োগ করা হয়

০৪

জেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর।

ত্রাণ খাতে বিতরণঃ

(ক)

টি.আর

এটি মূলতঃ বর্ষাকালীন কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচী। ক্ষতিগ্রস্থ রাস্তাঘাট/ঘাট মেরামত/মাদ্রাসা/ স্কুল/মসজিদ/গোরস্থান/ পুজামন্ডপ ইত্যাদিতে মাটি ভরাট কাজের জন্য বেকার জনগোষ্টিকে খাদ্যশস্য সরবরাহ করা হয়।

বর্ষাকালীন সময়ের জন্য

কোন অর্থ প্রদান করতে হয় না।

সংশ্লিষ্ট প্রকল্পের অনুকূলে বরাদ্দকৃত খাদ্যশস্য জেলা/উপজেলা প্রশাসনের চাহিদাপত্রের প্রেক্ষিতে বরাদ্দ প্রদান করা হয়ে থাকে।



(খ)

জি.আর (খয়রাতি খাত)

বন্যা, ঘুর্ণিঝড়, অগ্নিকান্ড ইত্যাদি দুর্যোগ দুর্দশাগ্রস্থ জনগণের তাৎক্ষণিক কষ্ট লাঘবের উদ্দেশ্যে খাদ্যশস্য সরবরাহ ও বিতরণ করা হয়

প্রাকৃতিক দুর্যোগপূর্ণ সময়ে

কোন অর্থ প্রদান করতে হয় না।

সংশ্লিষ্ট প্রকল্পের অনুকূলে বরাদ্দকৃত খাদ্যশস্য জেলা/ উপজেলা প্রশাসনের চাহিদাপত্রের প্রেক্ষিতে বরাদ্দ প্রদান করা হয়ে থাকে



(গ)

কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচী)

খাল খনন, বাধ নির্মাণ, রাস্তা তৈরী, বনায়ন, মৎস্য চাষ ইত্যাদি উন্নয়নমূলক কাজে নিয়োজিত ব্যক্তিগণকে পরিশ্রমিক বাবদ চাল/গম বরাদ্দ প্রদান করা হয়।

বৎসরের প্রায় সকল সময়ে

কোন অর্থ প্রদান করতে হয় না।

সংশ্লিষ্ট প্রকল্পের অনুকূলে বরাদ্দকৃত খাদ্যশস্য উপজেলা চেয়ারম্যানের ডি.ও মূলে চাহিদাপত্রের প্রেক্ষিতে বরাদ্দ প্রদান করা হয়ে থাকে।



(ঘ)

ভিজিডি

এটি দুস্থ জনগোষ্টির জন্য কল্যানমূলক একটি কর্মসূচী। অসহায় শিশু, বিধবা ও মহিলাদের মধ্যে এ খাতে খাদ্যশস্য সরবরাহ হয়ে আসছে।

বিশেষ সময়ের জন্য

কোন অর্থ প্রদান করতে হয় না।

সংশ্লিষ্ট প্রকল্পের অনুকূলে বরাদ্দকৃত খাদ্যশস্য উপজেলা চেয়ারম্যানের ডি.ও মূলে চাহিদাপত্রের প্রেক্ষিতে বরাদ্দ প্রদান করা হয়ে থাকে।



(ঙ)

ভিজিএফ

এ খাতে ঈদ, পূঁজা, কার্তিকের মঙ্গা ইত্যাদি সময়ে বিশেষ কার্ড ইস্যু করে

খাদ্যশস্য বিতরণ করা হয়ে থাকে।

বিভিন্ন উৎসর বা কর্মহীন সময়ের জন্য

কোন অর্থ প্রদান করতে হয় না।

সংশ্লিষ্ট প্রকল্পের অনুকূলে বরাদ্দকৃত খাদ্যশস্য উপজেলা চেয়ারম্যানের ডি.ও মূলে চাহিদাপত্রের প্রেক্ষিতে বরাদ্দ প্রদান করা হয়ে থাকে।

০৫


ন্যায্য মূল্যে খাদ্যশস্য বিক্রয়

ইপি

(বিশেষ জরুরী গ্রাহক)

এ খাতে প্রতিরক্ষা বাহিনী, পুলিশ, বিজিবি, আনসার, কারারক্ষী, ক্যাডেট কলেজ হাসপাতাল ইত্যাদি বিশেষ জরুরী গ্রাহকগণকে হ্রাসকৃত মূল্যে খাদ্যশস্য সরবরাহ করা হয়ে থাকে

বৎসরের প্রায় সকল সময়ের জন্য

সরকারী নির্ধারিত মূল পরিশোধের প্রেক্ষিতে।

সরকারী বিধি/বিধান অনুযায়ী বরাদ্দ প্রদান করা হয়ে থাকে।




ওপি

(অন্যান্য জরুরী গ্রাহক)

শ্রমবহুল এলাকায় খোলা বাজারের মাধ্যমে সাধারণতঃ সরকার নির্ধারিত অর্থনৈতিক মূল্য অথবা খোলা বাজারের দরের কাছাকাছি নির্ধারিত দরে চাল/গম বিক্রয় করা হয়ে থাকে।

বৎসরের প্রায় সকল সময়ের জন্য

সরকারী নির্ধারিত মূল পরিশোধের প্রেক্ষিতে।

সরকারী বিধি/বিধান অনুযায়ী বরাদ্দ প্রদান করা হয়ে থাকে।